আয়কর মেলা: পাঁচ দিনে আদায় ১৫৫৮ কোটি টাকা

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ২২:৪৩

অনলাইন ডেস্ক

সপ্তাহব্যাপী চলা আয়কর মেলার প্রথম পাঁচ দিনে এক হাজার ৫৫৮ কোটি টাকার বেশি কর আদায় হয়েছে।

১৭ নভেম্বর ( শনিবার) আয়কর মেলার পঞ্চম দিনে দেশের আটটি বিভাগ, ৫২টি জেলা এবং ১৩টি উপজেলাসহ মোট ৭৩টি স্পটে এ মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় রাজস্ব বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেলার পঞ্চম দিনে সারাদেশ থেকে ২৯০ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭০৮ টাকার কর আদায় হয়েছে।

পঞ্চম দিন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন প্রায় সাড়ে তিন লাখ করদাতা। কর সংক্রান্ত সেবা নিয়েছেন সাড়ে ১১ লাখ মানুষ।

মেলার সমন্বয়কারী এবং এনবিআর সদস্য জিয়া উদ্দিন মাহমুদ বলেন, ছুটির দিন হওয়াতে শুক্র ও শনিবার মেলায় ছিল করদাতেদের উপচে পড়া ভীড়।

গত বছরের তুলনায় এবার প্রথম পাঁচ দিনে ৩৮ শতাংশ বেশি সেবা নিয়েছেন। রিটার্ন জমা বেড়েছে ৭০ শতাংশ এবং করের পরিমাণ বেড়েছে প্রায় ৬ শতাংশ।