আয়কর মেলা: প্রথমদিনে আদায় ২১৮ কোটি টাকা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ২২:২৩

জাগরণীয়া ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারাদেশে সপ্তাহব্যাপী শুরু হওয়া আয়কর মেলার প্রথম দিনে ২১৮ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ৪৮ টাকার কর আদায় হয়েছে।

১৩ নভেম্বর (মঙ্গলবার)  সকাল ৯টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর অফিসার্স ক্লাবসহ দেশের ৮টি বিভাগ, ৪টি জেলা এবং ৭টি উপজেলাসহ মোট ১৯টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়।

২০১০ সাল থেকে শুরু হওয়া আয়কর মেলার পরিধি এবং মেলার মাধ্যমে আয়কর বিভাগের সেবার পরিসর বাড়ছে।  এবারের মেলার প্রতিপাদ্য ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’। 

মেলার প্রথমদিনে ছিল নারী ও তরুণ করদাতাদের পদচারণায় মুখর। করদাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে কর সচেতনতা তৈরির লক্ষ্যে মেলায় আয়োজন করা হয় কর শিক্ষণ ফোরাম। কর শিক্ষণ ফোরামের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেলা পরিদর্শন ও কর বিষয়ে ধারণা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত