ভারতীয় রুপির বিপরীতে ‘শক্তিশালী’ টাকা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৮, ২৩:৩৩

জাগরণীয়া ডেস্ক

ভারতীয় মুদ্রা রুপির বিনিময়ে বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে বাংলাদেশের মুদ্রা টাকা। ডলারের বিপরীতে রুপির পতনকেই এর নেপথ্যের কারণ হিসেবে চিহ্নিত করেছেন বাজার সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত এক বছরে ডলারের বিপরীতে রুপির দর কমেছে সাড়ে ১৩ শতাংশ। আর টাকার দর কমেছে মাত্র ১ শতাংশ।  অক্টোবরের শুরুর দিকেও ভারতীয় মুদ্রা ১০০ রুপি কিনতে ব্যয় হতো ১২০ থেকে ১২৫ টাকা। বর্তমানে ১০০ রুপি কিনতে লাগছে মাত্র ১১০ টাকা। এক মাসের ব্যবধানে রুপির বিপরীতে টাকার মান বেড়েছে ১২ শতাংশ।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন বলেন, ডলারের বিপরীতে রুপির মান যে হারে কমেছে, সে হারে টাকার মান কমেনি। যে কারণে টাকার বিপরীতে রুপির মানের পতন হয়েছে। এটি টাকার জন্য ভালো।  

এদিকে, টাকার শক্তিশালী অবস্থানের কারণে যা বড় সুবিধা ভোগ করছে আমদানিকারকরা।  ভারত থেকে ২০ টন পেঁয়াজ আমদানি করতে বর্তমানে ৩ লাখ ৬০ হাজার টাকা খরচ হচ্ছে। একমাস আগেও এই পরিমাণ পেঁয়াজ আমদানি করতে ব্যবসায়ীদের গুনতে হতো চার লাখ টাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত