মাথাপিছু আয় ১৭৫১ ডলার, জিডিপি ৭.৮৬ শতাংশ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৩ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৬

অনলাইন ডেস্ক

চলতি অর্থবছরে মাথাপিছু আয় হয়েছে এক হাজার ৭৫১ ডলার। মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭.৮৬ শতাংশ।

১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মাথাপিছু আয় ও জিডিপি প্রবৃদ্ধির রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে উপস্থাপন করা হয়। 

সভা শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া রিপোর্ট প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, জিডিপি প্রবৃদ্ধি অর্জন রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। তবে প্রাথমিক হিসেবে ছিল ৭.৬৫ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা থেকে এক ডলার কমেছে আয়। টাকার বিপরীতে ডলার শক্তিশালী হয়েছে বলে এমনটি হয়েছে।