ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস দাবি
প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ১৬:৫৪
ঈদের এক সপ্তাহ আগেই গার্মেন্টস শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস ও আগস্ট মাসের অর্ধ বেতন পরিশোধ এবং কালক্ষেপণ বন্ধ করে শ্রমিকদের দাবিকৃত নূ্ন্যতম মজুরি ১৮ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
১০ আগস্ট (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায়ে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, বর্তমান বাজারদর অনুসারে মজুরি ১৮ হাজার টাকার কম হলে নূন্যতম মানবিক জীবনযাপনের সুযোগ নেই। দেশের রপ্তানি আয়ের ৮৩ দশমিক ৫ ভাগ আসে এই গার্মেন্টস থেকে। অথচ সেই শ্রমিকদের মজুরি না বাড়িয়ে কমানোর তৎপরতা দেখা যাচ্ছে। মজুরি বোর্ড মজুরি কাঠামো ঘোষণায় কালক্ষেপণ করছে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের অর্থ সম্পাদক জুলফিকার আলী, প্রচার সম্পাদক আবু নাঈম খান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সম্পা বসু প্রমুখ।