নারায়ণগঞ্জের তিনটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ | ২৪ জুন ২০১৮, ১৪:১৬
অশোভন আচরণ ও চাঁদা আদায় এবং মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নারায়ণগঞ্জের তিনটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় কারখানায় ভাঙচুরও করেন তারা।
২৪ জুন (রবিবার) নগরীর শিবু মার্কেট এলাকায় সাকুরা, রেডিক্যাল ও ওসমান গার্মেন্টসের শ্রমিকরা এ বিক্ষোভ করছেন।
শ্রমিকদের অভিযোগ, প্রতিমাসে নির্ধারিত সময়ে বেতন ভাতা দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করছেন তারা। কিন্তু মালিকপক্ষ তাদের কোনো দাবি মেনে না নিয়ে উল্টো হুমকি দিচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে বেলা সাড়ে ১১টার দিকে তারা ফতুল্লা থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিক ট্রেড ইউনিয়ন (কেন্দ্র) নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন বলেন, আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি। আশাকরি দ্রুতই সমাধান সম্ভব হবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা থানার সামনে অবস্থান করছেন। আমরা শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে বসে ব্যাপারটি দ্রুত সমাধানের চেষ্টা করছি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফতুল্লা থানা এলাকায় অবস্থান করছিলেন শ্রমিকরা।