ব্যাংকে ১৪শ’ কোটি টাকা জমিয়েছে স্কুলের শিশুরা
প্রকাশ | ১৩ জুন ২০১৮, ১৫:২৬
ব্যাংকে স্কুলের শিক্ষার্থীদের জমানো টাকার পরিমাণ এক হাজার ৪৪১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ‘স্কুল ব্যাংকিং’ কার্যক্রমের অধীনে ২০১১ সাল থেকে স্কুলের শিক্ষার্থীরা ব্যাংকে টাকা জমা রাখার সুযোগ পায়। প্রথম বছরে স্কুল ব্যাংকিং হিসাব খোলা হয় ২৯ হাজার ৮০টি। ওই বছর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দেশের ব্যাংকগুলোতে ৩০ কোটি ৭৯ লাখ টাকা আমানত রাখে। শুরুতে ১০ টাকা দিয়ে হিসাব খোলা হলেও পরে হিসাব খুলতে ১০০ টাকা জমা রাখতে বলা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ বছরের মার্চ শেষে ১৪ লাখ ৬১ হাজার ৮৬০ জন স্কুলের ছেলেমেয়ে ব্যাংকে জমিয়েছে এক হাজার ৪৪১ কোটি টাকা। ২০১৭ সালের ৩০ জুন ৫৬টি ব্যাংকে খোলা হিসাব ছিল প্রায় ১৩ লাখ ৩৪ হাজারটি। অর্থাৎ, ৯ মাসের ব্যবধানে ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে এক লাখ ২৭ হাজার ৫২২টি। তবে শহরের তুলনায় গ্রামাঞ্চলের ব্যাংকে শিক্ষার্থীদের হিসাব ও টাকা জমার পরিমাণ অনেক কম। ছেলেদের তুলনায় মেয়েরাও রয়েছে পিছিয়ে।
উল্লেখ্য, ২০১০ সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ছোটবেলা থেকেই স্কুলের শিশুরা যাতে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলে এই ব্যাংকিং প্রকল্প চালু করেন।