অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও নাতি-নাতনিদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা
প্রকাশ | ০৭ জুন ২০১৮, ১৮:৪৬ | আপডেট: ০৭ জুন ২০১৮, ১৯:১১
অনলাইন ডেস্ক
২০১৮-১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে যুদ্ধাহত ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, তাদের স্ত্রী, সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বরাদ্দ সামাজিক সুরক্ষার আওতাধীন।
৭ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে বাজেট পেশকালে সামাজিক সুরক্ষার ১৩ খাতে বরাদ্দের বিষয়ে প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা খাত।
প্রস্তাব অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী, উৎসব ভাতার পাশাপাশি নববর্ষে ২ হাজার টাকা করে দেয়া হবে। জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবসে ৫ হাজার টাকা ভাতা চালু হবে।