মে মাসে রেমিটেন্স এসেছে ১৪৮ কোটি ২৮ লাখ ডলার

প্রকাশ : ০৪ জুন ২০১৮, ১৩:৫৩

জাগরণীয়া ডেস্ক

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ঈদের আগে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ বেড়েছে। ২০১৮ সালের মে মাসে দেশের ১৪৮ কোটি ২৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যেখানে ২০১৭ সালে মে মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১২৬ কোটি ৭৬ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় ২১ কোটি ৫২ লাখ ডলার বা প্রায় ১৭ শতাংশ বেশি। 

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। 

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় মধ্যপ্রাচ্যের প্রবাসীদের আয় বেড়েছে । তাছাড়া ডলারের বিপরীতে বেশি টাকা পাওয়ার কারণে প্রবাসীরাও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন। এদিকে, পণ্য আমদানি বাড়ার কারণে বাজারে এখন ডলারের চাহিদা বেশি। একারণে ব্যাংকগুলো নিজেদের প্রয়োজনেই রেমিট্যান্স আনতে বেশি আগ্রহী। এছাড়া হুন্ডি প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের বেশকিছু উদ্যোগও কাজ করেছে।

এপ্রিলে ১৩৩ কোটি ১৩ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা এর আগের মাস মার্চের তুলনায় বেশি ছিল। একক মাস হিসাবে চলতি অর্থবছরের সবচেয়ে কম রেমিট্যান্স আসে সেপ্টেম্বরে। ওই মাসে এসেছিল ৮৫ কোটি ৬৮ লাখ ডলার।

২০১৭-১৮ অর্থবছরের মেয়াদে মে মাস পর্যন্ত গত ১১ মাসে এক হাজার ৩৫৭ কোটি ৫১ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে। গত বছর ১১ মাসে এক হাজার ১৫৫ কোটি ৪৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত