পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋণ চুক্তি স্বাক্ষর

প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৮, ১৭:০৮

জাগরণীয়া ডেস্ক

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য ২ দশমিক ৬৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 

২৭ এপ্রিল (শুক্রবার) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে বেইজিংয়ে অবস্থিত এক্সিম ব্যাংকের হেড অফিসে বাংলাদেশের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পক্ষে মো. জাহিদুল হক, অতিরিক্ত সচিব ইআরডি এবং মি. সুন পিং, চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর উপলক্ষে ৬ সদস্যের প্রতিনিধি দল বর্তমানে চীনে অবস্থান করছে।

স্বাক্ষর অনুষ্ঠানে ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি কর্মকর্তাবৃন্দ এবং চীনে বাংলাদেশ দুতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মো. জাহাঙ্গীর এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত