৩ বছর ট্যাক্স হলিডে সুবিধা চান নারী উদ্যোক্তারা
প্রকাশ | ০৮ এপ্রিল ২০১৮, ১৬:১৬
ব্যবসার শুরুর ৩ বছর ট্যাক্স হলিডে বা সাময়িক ট্যাক্স মওকুফ চেয়েছেন নারী উদ্যোক্তারা। জাতীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে এটি জরুরি বলে উল্লেখ করেছে নারী উদ্যোক্তারা। আগামী অর্থবছরের বাজেটে এ সুবিধা চেয়েছেন নারী উদ্যোক্তারা।
৮ এপ্রিল (রবিবার) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব দেয় নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)।
সম্মেলনে বক্তারা বলেন, নারী মুক্তির লক্ষ্যে বর্তমানে ব্যবসায় ঝুঁকছেন সব বয়সী নারীরা। পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে নিতে ব্যবসা শুরুর ক্ষেত্রে প্রথম তিন বছর ট্যাক্স হলিডে প্রয়োজন। এ সুবিধা দেয়া হলে সব শ্রেণির নারী উদ্যোক্তারা সমানতালে এগিয়ে যেতে পারবেন।
এসময় বিডব্লিউসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি সঙ্গীতা আহমেদ নারী উদ্যোক্তাদের পক্ষে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।
প্রস্তাবগুলো হচ্ছে- আগামী অর্থবছরের বাজেটে নারীদের করমুক্ত আয় সীমা ৪ লাখ টাকা করা। আয়করের ক্ষেত্রে পরবর্তী স্লাবের নির্ধারিত মোট আয়করের উপর ৫০ শতাংশ রেয়াত সুবিধা দেয়া; যা সর্বোচ্চ ৮ লাখ টাকা আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বর্তমানে নারীদের করমুক্ত আয় সীমা তিন লাখ টাকা রয়েছে।