পানি সরবরাহ উন্নয়নে ৯০৬ কোটি টাকার প্রস্তাব অনুমোদন

প্রকাশ : ০৭ মার্চ ২০১৮, ১৮:৪২

জাগরণীয়া ডেস্ক

ঢাকা ওয়াসার পানি সরবরাহ উন্নয়নে প্রায় ৯০৬ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

৭ মার্চ (বুধবার) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ডিজাইন, ম্যনেজমেন্ট অ্যান্ড সুপারভিশন সংক্রান্ত কাজের জন্য পরামর্শক নিয়োগ প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। ব্যয় ধরা হয়েছে ৬৭ কোটি ৭৬ লাখ তিন হাজার টাকা। এছাড়া একই প্রজেক্টে ৩৮৯ কোটি ২৮ লাখ টাকায় চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরোকে মডস জোন-৯ এর কাজের প্রস্তাব অনুমোদন দেয় ক্রয় কমিটি। একই প্রকল্পে মডস জোন-৩, ৪ ও ১০ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সর্বনিম্ন দরদাতা নাভানা এবং প্রতিভা জয়েন্ট ভেঞ্চার। দর হচ্ছে ৪৪৮ কোটি ৯০ লাখ টাকা।

এছাড়াও বৈঠকে ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে। মূল চুক্তি ছিল ১০৮ কোটি ২৬ লাখ টাকা। ভেরিয়েশনসহ মোট চুক্তিমূল্য হবে ১২২ কোটি ৩৯ লাখ টাকা। সেই সাথে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ৫০৫ একর মাটি ভরাট কাজ সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত