‘সহজ শর্তে বিমা দিন’

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৯

জাগরণীয়া ডেস্ক

বিমার শর্তগুলো সহজ করার পরামর্শ দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। তিনি বলেন, সকলের বোঝার ক্ষমতা এক নয়, বিমার শর্তগুলো সহজ করে দিলে তা সকলেরই উপকারে আসবে।

১৮ ফেব্রুয়ারি (রবিবার) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা প্রণয়ন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমার বিমার অভিজ্ঞতা ভালো নয়, তবুও আমি বিমার পক্ষে। বিশ্বের প্রায় সব দেশেই কর্মীদের জন্য স্বাস্থ্য বিমা রয়েছে, আমাদেরও এই সেবা দরকার।

বিমা দেয়ার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, দুটি জিনিস খেয়াল রাখতে হবে। যাদের জন্য বিমা করা হবে, তাদের পাওয়ার নিশ্চয়তা আছে কীনা। আর বিমার সেবায় কর্মীরা আশ্বস্ত কীনা-এসব কিছু বিবেচনা করেই বিমা সেবার উন্নতি করা প্রয়োজন।

সেমিনারের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বলেন, বিমার টাকা সঠিক সময়ে পেয়েছে, এমন উদাহরণ না থাকলেও সময়মতো টাকা না পাওয়ার অভিযোগ আছে প্রচুর। সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও বিমা বিষয়টি এখন অপরিহার্য বলে মনে করেন সচিব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত