বাণিজ্য মেলায় বিদায়ের সুর

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৫

জাগরণীয়া ডেস্ক

বিদায়ের সুর বেজে উঠেছে ২৩তম ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্যমেলা-২০১৮ তে। আগামি ৪ ফেব্রুয়ারি (রবিবার) বাণিজ্য মেলার শেষ দিন।

৩ ফেব্রুয়ারি (শনিবার) মেলা ঘুরে দেখা গেছে, সাধারণত ছুটির দিনে মেলায় যে ভীড় থাকে, শনিবার তা চোখে পড়েনি। বেড়েছে ভ্রাম্যমান হকারের সংখ্যা। শেষ মুহুর্তের বেচাকেনা সেরে নিচ্ছেন ছোট ব্যবসায়িরা। 

বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক জানালেন, নতুন করে তারা কোন পণ্য মেলার আনেননি। ঝামেলা এড়াতে স্বল্প লাভে অনেক মাল বিক্রি করে দিচ্ছেন। তাছাড়া মেলার সময় বাড়ানো হলেও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ৩১ জানুয়ারিতেই তাদের প্যাভিলিয়ন বন্ধ করে দিয়েছে।

এবারের বাণিজ্য মেলায় ছোট বড় মিলিয়ে মোট ৫৮৯টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নেয়। এর মধ্যে ১৭টি দেশের মোট ৪৩টি প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ছিল। ১ জানুয়ারি মাসব্যাপী শুরু হওয়া এ মেলা ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও দোকান মালিকদের অনুরোধে তা ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত