২০০ শাখার মাইলফলকে ন্যাশনাল ব্যাংক
প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০১৭, ১৪:১২
ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ২০০তম শাখা ঢাকার গুলশানে (গুলশান কর্পোরেট শাখা) উদ্বোধন করা হয়েছে।
২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক সিকদার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।
পরিচালক তার বক্তব্যে বলেন, ঢাকার গুলশানে ন্যাশনাল ব্যাংক এর ২০০তম শাখা উদ্বোধন করতে পেরে ব্যাংক কর্তৃপক্ষ অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তিনি গ্রাহকদের আধুনিক এবং গুণগত ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড কৃষি ও শিল্পোন্নয়নে ভূমিকা রাখতে চায় এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজয়ের মাসে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী রাসেল আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ আলী খান ও এম এ ওয়াদুদ, উপব্যবস্থাপনা পরিচালক ও মানব সম্পদ বিভাগের প্রধান শাহ সৈয়দ আব্দুল বারী, সিনিয়র এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার ডি.এম. রফিকুল ইসলাম সহ ব্যাংকের অন্যান্য কর্মকতাবৃন্দ ও স্থানীয় বিশিষ্ঠ ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।