যাত্রা শুরু করতে যাচ্ছে যশোরের টেকনোলজি পার্ক

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৭, ২১:২৫ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭, ২৩:২২

অনলাইন ডেস্ক

খুলনা বিভাগে অসংখ্য তরুণের জন্য একইসাথে কর্মসংস্থান তৈরি এবং নতুন উদ্যোক্তাদের বিনিয়োগের মিলনমেলা হতে যাচ্ছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। 

শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রকল্প সূত্রে জানা যায়, যশোরের বেজপাড়া শংকরপুর এলাকায় ২ লাখ ৩২ হাজার বর্গফুট জায়গার ওপর প্রায় ৩০৫ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই পার্ক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০১০ সালের ২৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদ্বোধনের সময় এখানে একটি বিশ্বমানের আইটি পার্ক স্থাপনের ঘোষণা দেন এবং ২০১৩ সালের ফেব্রুয়ারিতে আইটি পার্কটির নির্মাণকাজ শুরু হয়।

এই পার্কে মোট ৪০টি আইটি কোম্পানিকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। পার্কটিতে মূলত ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং, কল সেন্টার, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর কাজ হবে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে ২০২২ সালের মধ্যে সরাসরি এখানে প্রায় ৫ হাজার তরুণের কর্মসংস্থান হতে যাচ্ছে। 

আগামী ১০ ডিসেম্বর রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পার্কের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।