নওগাঁয় সাবমারসিবল পাম্প বসাতে গিয়ে ভূগর্ভে কয়লার সন্ধান
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৯
নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবমারসিবল পাম্প স্থাপন করার জন্য পাইপ বসাতে কূপ খনন কালে ভূগর্ভে কয়লার সন্ধান পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকার জনগণের মাঝে চলছে অনেক জল্পনা কল্পনা।
জানা যায়, উপজেলার জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সাবমারসিবল পাম্প মটরসহ পাইপ বরাদ্দ করা হয়। এবং সাবমারসিবল মটর এর পাইপ ১৬০ ফিট গভীরে স্থাপন করতে হবে। সম্প্রতি টিউবয়েল শ্রমিকরা সাবমারসিবল পাম্প স্থাপন করতে পাইপ বসাতে গিয়ে ৭৫ ফিট কূপ খনন করার পর কয়লা বের হতে থাকে। ৭৫ থেকে ৮০ ফিট পর্যন্ত এখানে কয়লার স্তর পাওয়া যায়। তারপর আবারো মাটি ও বালি বের হয়।
এ ছাড়া মির্জাপুর রাস্তার পশ্চিম পার্শ্বে সনাতন ধর্মালম্বীদের পাড়ায় একটি বাড়িতে টিউবওয়েল এর পাইপ বসাতেও কয়লা বের হয়।
মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিপুল চন্দ্র জানান, পাইপ বসাতে কূপ খননের সময় আমি ছিলাম। ৭৫ থেকে ৮০ ফিট পর্যন্ত কয়লার স্তর কেটে পাইপ বসিয়ে সাবমারসিবল পাম্পটি বসানো হয়।