কবিতা

মানুষের সাথে এসো

প্রকাশ | ০৪ জুন ২০১৭, ২০:৫৬

তুমি কি হিন্দু? সরে দাঁড়াও 
তুমি মুসলিম? সরে দাঁড়াও
ইহুদি বৌদ্ধ খ্রিষ্টান? সরে দাঁড়াও 

তুমি বিশ্বাসী? সরে দাঁড়াও
অবিশ্বাসী? তুমিও সরে দাঁড়াও 

কাউকে ঘৃণা করো? সরে দাঁড়াও 
প্রতিশোধের আগুনে জ্বলছো? সরে দাঁড়াও 
মানুষের মৃত্যুতে যুক্তি খুঁজো? সরে দাঁড়াও

প্রজাপতি ভালবাসো? কাছে এসো
বাতাসে ফুলের ঘ্রাণ পাও? এসো সরে
তুমি কি মানুষ? দাঁড়াও হাতটা ধরে।
আমার সন্তান ফেরেনি কাল ঘরে

শিশির ভেজা ঘাসে 
মেঘভাসা আকাশে 
কোথাও না কোথাও সে আছে 
যেখানে ঘৃণার চাষাবাদ নেই 

প্রতিশোধের আগুন নেই 
যেখানে ধর্ম বা অধর্ম নেই 
জাতি বা বর্ণ নেই

তাকে খুঁজতে যাব আমি
মানুষেরা সাথে এসো,
বাকিরা সরে দাঁড়াও।