কবিতা
আহ্লাদী পুতুল
প্রকাশ | ২২ এপ্রিল ২০১৭, ২১:১৬ | আপডেট: ০৫ মে ২০১৭, ০০:১৯
বিশ্ববিদ্যালয়ে পড় তো হলো এমন কি!
ছোট ভাইটা-ই অভিভাবক
তেমনটাই ঠিক নয়কি?
সে ই যোগ্য, জ্ঞানী আর সচল
তুমি শুধু বয়স গেলা ঢিঙ্গী মেয়ে অচল।
মেয়ে তুমি অবলা, মোদের ঘরে শোভা
নিয়ম নীতি কর্ত্রীত্বে রইবে চির বোবা।
একুশ শতক হা!!
ঘরণী হতে হবে না? এত কেন দ্বিমত?
খোয়াবে নাকি মা বাপের ইজ্জত?
না পাঠালে স্কুল কলেজ বলতো কি লোকে?
গাঁইয়া মেয়ে আইবুড়ি বিয়ের বাজারে কি টিকে?
গাইতে শিখাই নাচতে শিখাই আমার রূপসী অষ্টাদশী
দেখো ঠিক এনে দেবো বর কুবের কিংবা বিদেশী।
বিদ্যা শিক্ষা কলা শিক্ষা তুলে রাখো শিকেতে
এখন তুমি ঘরের বউ বলবে আমার বুলিতে।
শপিং-এ যাও পার্লারে যাও সেটাই স্বাধীনতা
আর যত সব বিষয় জটিল ঢুকিয়ো না মাথা।
আর কি বা চাই সব তো পেলে – সংসার, প্রতিপত্তি
বড় কথা এক অভিভাবক যে তোমার পতি।
পৌরনীতি কিবা ভূগোল এসব জেনে কি!
মা বউদের এই যাতা ভাবলে হেঁশেল চলে কি?
দেখো কেবল একটা স্বপন পুত্র পরম ধন
আরে ও যে হবে বয়স কালের শেষ অবলম্বন।
গয়না শাড়ি আর ডেইলি সোপে কাটাও সময় মেলা
সুখেই তো আছো আমোদ আহ্লাদে যাচ্ছে তোমার বেলা।