কবিতা
নিস্পৃহ আমি
প্রকাশ | ১২ এপ্রিল ২০১৭, ২০:৫৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০১৭, ২০:৩৩
(মার্টিন নেইমোলার থেকে অনুপ্রাণিত হয়ে)
প্রথমে তারা এসেছিল ব্লগার কোপাতে
আমি কিছু বলিনি, ব্লগার কাকে বলে আমি জানি না।
তারপর তারা এল নাস্তিক কোপাতে
আমি নীরবে হাসলাম, নাস্তিকদের আমি ঘৃণা করি।
তারপর তারা এল লেখক কোপাতে
আমার ছিল নীরব সমর্থন, হাবিজাবি লেখা হবেই থামাতে।
তারা বিধর্মী কোপায়, ভিনদেশীরাও কোপ খায়।
আমি তবুও নীরব, আমার কী আসে যায়?
তারপর যখন তারা কোপাল প্রকাশকদের
তখনো আমি কিছু বলিনি, আমি তো প্রকাশক নই।
এখন তারা এসেছে আমার সন্তানকে বোমা মেরে উড়াতে
আমি খুঁজি- সাহসী ব্লগার, লেখক, প্রকাশকরা কই?
গৃহ-হারা দেশ-ছাড়া, ভিন দেশে দিশাহারা
সব হারিয়েও এখনো মুক্তির কথা বলে তারা
আমার মুক্তি, তোমার মুক্তি, মানবতার মুক্তি
লজ্জায় আমি অবনত হই, খানিকটা মানুষ কি হই?