কবিতা

গেরুয়ার আহ্লাদ

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৬

নেশা জড়ানো অন্তরে বৈষ্ণবী হবার সাধ
আমার একটুকরো গেরুয়া কাপড়ের আহ্লাদ
কৃষ্ণকে ভালোবেসে বৈকুণ্ঠের পথে হবো ভবের আশিকান
বুকের পাঁজরে আগলে রাখি তার রঙিলা আসমান।

সন্ন্যাসের পথ তবু সুখ খুঁজে ফিরে মানবেরই গৃহকোণে;
দেবতার সাথে কভু হয়নাকো দেখা এই নশ্বর জীবনে।

একদিন তারপর,
জাগতিক কর্ম সাঙ্গ হলে
রাত্রি দ্বিপ্রহরে, শিশুরা ঘুমায় যখন
ফেলে আসা পথ 
গেরুয়ার ফাঁস খোলে আর বাঁধে গলার মাপে
ঝুলিয়ে দেয় নিরব নিথর
বড় শখ করে কেনা একখানি গেরুয়া কাপড়।