কবিতা

একদিন জানবে

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৮

একদিন জানবে -
কেন এই প্রিয় ঘাস-মাটি ছেড়ে সরে গেছি আমি 
কেন এই প্রিয় বাতাস কে বলেছি -"যাও"
কেন এক জ্যোত্স্নার মধ্যে দিয়ে হেঁটে গেছি অনন্ত অমানিশার দিকে !!
জানবে ! অপেক্ষা কর- একদিন জানবে !!

যবে থেকে কবিতার সঙ্গে পরিচয় 
অসুস্থতার সূত্রপাত !!
যখনই আকাশ ছুঁয়েছি 
মেঘ ভেঙে বানভাসি- বয়ে গেছি আমি !!
যতবার ধানক্ষেতে নেমেছি 
খড় আর খড়ে ভরে গেছে মাঠ !!!
যখনই নদীর কাছে গেছি 
অমনি রোদ নিভে মেঘলা হয়েছে জল !!
যেদিনই খুলেছি চুল 
বিষণ্ণ বকুলের গন্ধে কেটেছে রাত্রি !!!
যেমনই গেয়েছি গান 
বাতাসের আর্তনাদ মিশে গেছে তাতে !!!
যে সন্ধ্যায় রেখেছি মুখ মৃগের নাভিতে 
কোন অশরীরি প্রেম যেন প্রেতের মতো আঁকড়ে ধরেছে হাত !!!
মাটির মতো যেন কার বুকে কান পেতে জেনেছি 
পৃথিবীর আজ গভীর অসুখ !!
জানবে ! একদিন তুমিও জানবে !!!

কেন স্বাতীনক্ষত্রের জল মেঘ ছেড়ে এসে বাসা বাঁধে ঝিনুকের বুকে !!!
সেইদিন তোমার শিয়রের কাছে রেখে যাব আমার ব্যথার্ত শিকড় 
-আমার দূর্বোধ্য কবিতা !
যে তোমায় ভালবেসে অসমাপ্ত রয়ে গেল চিরকাল !!!!!