কবিতা

জেগে উঠো আবার

প্রকাশ : ০২ জুন ২০১৬, ২০:১৮

মাহমুদা পারভীন

আমার কথা তোমাদের মনে আছে কি?
মনে না থাকারই কথা
আমি তো দূর থেকে দেখছি
সবকিছু আগের মতোই স্বাভাবিক
কোনকিছুই থেমে থাকেনি তো।

চিনতে পেরেছো আমি কে?
আমি তনু গো, তোমাদের তনু!
আমার এখানে খুব কষ্ট,
শুধু বাবা, মা তোমাদের কথা খুব মনে পড়ে।

বলতে পারো আমার কি অপরাধ ছিল?
আমি তো কারো সাথে কোন অন্যায় করিনি,
যেমন করেনি রেজাউল করিম স্যার, অভিজিৎ, দীপেনরা।
তবে কেন আমাদের চলে যেতে হলো?

আমরা যারা একটু সাংস্কৃতিক কাজ করি,
মুক্ত চিন্তা করি, মুক্ত লেখা লিখি,
আমাদের কি শুধু এভাবেই চলে যেতে হবে?

এর কি কোন বিচার নেই,
এই স্বাধীন দেশের মাটিতে?
তোমরা জেগে উঠো না আবার,
আমার জন্য, ৭১ এর মতো!

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত