কবিতা

জ্বলছে তোমার গ্রাম

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৬, ০১:৩৭

প্রদীপ ঘোষ

দেখ ঐ জ্বলে সাঁওতালীদের গ্রাম
গাইবান্ধার গণহত্যার খতিয়ানের নাম

চলছে গুলি, রক্তে ভিজেছে সাঁওতালীদের গ্রাম
উচ্ছেদ ওরা, ভুমিহীন ওরা, উন্নয়নের নাম

লজ্জিত আজ আমি বাঙালি, জ্বলছে তোমার গ্রাম
তোমার আদি রক্তধারা আমাতে যে বহমান

ভুমির দাবীতে প্রাণ দিলে তুমি শ্যামল হেমব্রম
ব্যার্থ বাঙালি রাখতে পারিনি আদিবাসী সম্ভ্রম

রমেশ টুডুর রক্ত গড়িয়ে যায়
মঙ্গল মার্ডির তাজা খুন মেশে পদ্মায়-যমুনায়

ভিক্ষা চাওনি, চেয়েছিলে শুধু বাপ-দাদার জমি
এই বাংলার আদিবাসীদের হারিয়ে যাওয়া ভুমি

সেই কোন কালে তীরের ফলায় তৈরি ছিলো সিধু
তেভাগার ডাকে ছুটে এসেছিলো সাঁওতাল নারী-বধু

আবার দাড়াঁও তীর ধনুকের অসীম শক্তি নিয়ে
তোমার সাথে আমি দাঁড়াবো সাঁওতালী গান গেয়ে।

যে রাষ্ট্র গুলি করে মারে আদিবাসী সাঁওতাল
ভেঙ্গে দাও আজ রাষ্ট্রদস্যুর হিংস্র সে চোয়াল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত