কবিতা

সুমন কুমার সাহু এর তিনটি কবিতা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৬, ০২:৩২

সুমন কুমার সাহু

ফিরে দেখা 

তোর ফেলে যাওয়া স্মৃতি নিয়ে, একলা আমি
আকাশ আছে সাগর পারে, জীবন মরুভূমি । 

তাকাস না আর ফিরে ফিরে ওযে জ্বালা ধরায় বুকে
দিব্যি আছি একাকিত্বে সহিষ্ণুতার উটে । 

ছড়া বাঁধি আপন মনে গাইছি ঘুরে ঘুরে
নিজেই এখন হয়েছি ছবি জীবন ক্যানভাসে । 

আমার খবর কেউ রাখেনা নেশায় রয়েছি মেতে
সকাল বিকেল কবিতা লিখি ফেসবুকের পেজে । 

দিছি কথা মিলিয়ে নিস আমি আবার আসবো ফিরে
ভালবাসা স্মৃতি নিয়ে তোর চোখের কোনে ।।

-------------------------------

ফাগুনের আগুন ছোঁয়া

জেনেও বুঝলেনা তুমি হেলায় হারালে সব-ই
আকাশের ধারে দীগন্ত আয়োজন
হয়তো ভাঙবে ভুল তবু রয়ে যাবে বিলকুল
বর্ষার মেঘে লুকোনো আমার মন।

আমি নিঃশব্দে নিরবে চির শান্তি সাগরে
দৃঢ় দৃপ্ত চেতনা বারে বারে কত-সহস্র জোয়ারে ;
কড়া নেড়ে থমকে দাঁড়ায়, হিমালয়ে লুকানো ফল্গুধারা
বয়ে যাবে দেখো দুকুল প্লাবিত মনের স্বপ্ন আশা ।

ভালবাসা পথ, পথিক বন্ধু আমার –
মুষ্টি বদ্ধ হাত , এক সাথে অঙ্গিকার ……।।

---------------------------------------

জীবন–সংগ্রাম 

কখনো ভেজাও ঘামে কখনো বৃষ্টি জলে
কখনো চোখের কোনে কখনো হৃদয় মাঝে !
তবু মন শুষ্ক দেখো তোমায় ফিরে পেতে,
ভালবাসা স্বপ্ন নিয়ে রয়েছি পথের খোঁজে ।

পথেই জীবন পথেই তুমি পথ ফুরোবে কবে
পথের শেষে পথের সুরু পান্থ জীবন দোঁহে । 

যদি হোই মেঘলা হাওয়া ভালবাসা
ভিজতে থাকা তোমার মনে
তুমি নাও আমার ছোঁয়া জমতে থাকা
দুঃখ গুলো চোখের কোনে । 

সুখের হাসি বাজায় বাঁশি চলতে থাকো সাথে
হৃদয় মাঝে স্বপ্ন সাজে জীবন সংগ্রামে ।। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত