‘নজরুলকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে’

প্রকাশ | ২৭ মে ২০১৬, ২১:০০

অনলাইন ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শুধুমাত্র ত্রিশালে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে বলে মত দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

শুক্রবার (২৭ মে) দুপুরে ময়মসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল উচ্চ বিদ্যালয়ে কবির ১১৭তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, নজরুল আমাদের অনুপ্রেরণা, চিন্তাচেতনা ও আবেগ-অনুভূতি। জাতীয় কবি মানুষের প্রত্যেকটা জায়গা অনুভব করতে পেরেছিলেন। কবির লেখায় বিদ্রোহ, নারী জাগরণ, শিশুদের অনুভূতি, প্রেম-ভালোবাসা সবজাগায় অতুলনীয় অবদান রেখেছে।

জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষরের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন নেছা বিউটি, আওয়ামী লীগ নেতা নবী নেওয়াজ সরকার, উপজেলা জাপা সভাপতি সুরুজ আলী মন্ডল।

অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তা ছিলেন জনপ্রশাসন মন্ত্রীর একান্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ।