কবিতা

দাঁড়িয়েছে সোনার প্রতিমা

প্রকাশ : ২৫ মে ২০১৬, ১৬:৫৮

ফেরদৌস নাহার

আমাকে পুড়তে দাও গতজন্মের অভিজ্ঞতা

শিল্পের হাত ধরে সমকামী সতীদাহে পুড়ি
জ্বলুক আগুন এই সহমরণ পথে
ঘটা করে বিয়ে হবে কবিতার সাথে, অথচ
একটিই কবিতা এতকাল লেখা হলো বাংলাদেশ,
চিলি এবং আফ্রিকাতে।

মা তোমার নাম পলাতক পাখি হয়ে উড়ে উড়ে ঘুরে বেড়ায়
মর্নিংসাইডের বারান্দায়। মা তুমি কবুতর, বাকুম-বাকুম উষ্ণতায়
আমার বারান্দায় ফুটিয়েছ শান্তিশিশু। ঘুমভাঙা জীবনের আয়োজন
খুব বেশি নয়, নতুন গল্প এসে হুইসেল মারে
আমাদের আকাশে আজ ওড়ে না কবুতর, তাই তারে খুঁজতে এলাম
পরদেশ পারে। তুমি মা শান্তিময়ী আহারে! আহারে!        
কতদিন ডাকনি কোনো প্রিয় নাম ধরে। মা আমার মরমিরানি
তোমাকে ভালোবেসে বাচ্চারা খেলা করে- উড়ায় ঘুড়ি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত