কবিতা

দিনটি বড় বেশি কষ্টের

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ২০:৩৫ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯, ২১:১৯

আজকের দিনটি বড় বেশি কষ্টের, 
বড় বেশি যন্ত্রণার-
শ্রাবণ শেষের অন্ধকারে, 
শেষ রাতের শেষ নক্ষত্রেরা
ছিটকে পড়তে চেয়েছিল আকাশের বুক থেকে ,
হাহাকার করে উঠেছিল শেষ রাতের সকল তারারা।
আর্তনাদে আর্তনাদে কেঁপে কেঁপে উঠেছিল 
ভোরের বাতাসের বেগ, 
থেমে গিয়েছিল সেদিন বাতাসের মৌন গতি। 
বাকরুদ্ধ হয়ে পড়েছিল শহরের প্রতিটি মুহূর্ত।
হাহাকারে হাহাকারে আর্তনাদে আর্তনাদে
মুষড়ে পড়েছিল সবুজ বনানী, 
ঝরে পড়েছিল নতুন সবুজ নবীন পাতারা।

তারপর কেটে গেছে বহুদিন-
নিশ্চল নিশ্চুপ নিরুপায় মানুষেরা দিন গুণেছে প্রতিক্ষায়
এ শহরে একদিন কেউ আসবেই
যেদিন বিচার হবে এমন নিষ্ঠুরতার।
এ শহরে একদিন এমন দিন আসবেই
যখন মানুষ আর থাকবে না অজানা আশঙ্কায়
যখন আর থাকবে না প্রাণের সংশয়, 
যখন আর থাকবে না ভয়।
এ শহরে একদিন যখন নির্ভয়ে তুমি বলেছিলে 
'এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, 
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'
সেদিনই তো স্বপ্ন দেখেছিলাম,
সেদিনই তো নির্ভয়ে কথা বলার মন্ত্র পেয়েছিলাম।

তারপরে সব মন্ত্র যেন উবে গেল, ডুবে গেল পাঁকে
পায়ের তলায় পিষ্ট হল বুকের আবেগ ,
আজ তুমি নেই, তবু তুমি আছো , 
তোমার মন্ত্রে, তোমার চেতনায়
তোমার বিপ্লবে, তোমার বিদ্রোহে
তোমার দীক্ষায়, তোমার শিক্ষায়
তোমার বাংলা ভাষায়, তোমার সোনার বাংলায়
তোমার বাঙালির বুকের খাঁচায় ।
নিজের অস্তিত্বে এখন তোমাকে দেখতে চাই
হে পিতা তোমাকে যেন আমি নিজের মধ্যে পাই
আমিও যেন সত্য বলতে পারি নির্ভয়ে
কে আমাকে সেই আশ্বাস দেবে বল তুমি?
কে আমাকে দেবে তোমার সে মন্ত্রের অধিকার ?
আমিও তোমার মন্ত্রে ফের দীক্ষা নিতে চাই ।