শিল্পকলায় বসছে রাঢ়বঙ্গীয় গানের আসর

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৮, ২২:৪০

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ভাদু, টুসু ও ঝুমুর গান নিয়ে আসছেন শিল্পী মনিরা ইসলাম পাপ্পু ও টুম্পা দাশ।

২৩ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ গানের আসর অনুষ্ঠিত হবে। ২২ অক্টোবর (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া এই তিন জেলা মিলে রাঢ়বঙ্গ। এই রাঢ় অঞ্চলেরই গান ভাদু, টুসু ও ঝুমুর। এর মধ্যে রাধাকৃষ্ণ বিষয়ক লোকগান হলো ঝুমুর। আর ভাদু ও টুসু গান কৃষিকেন্দ্রিক লৌকিক লোকাচারের অংশ। এই লৌকিক লোকাচারকে যদি ধর্মের সমার্থক ধরা হয়, তবে তার ধারণ, লালন, পরিচালন ও পরিবর্তনের কর্তৃত্ব নারীদের ওপর; কোনো ব্রাহ্মণের নয়।

শিল্পী নিরা ইসলাম পাপ্পু সংগীতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে লোকসংগীতের ওপর পিএইচডি করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। আর শিল্পী টুম্পা দাশ সংগীতে অনার্সের পর এখন আইসিসিআরের বৃত্তি নিয়ে মাস্টার্স করছেন লোকসংগীতে। অনুষ্ঠানে যন্ত্রে সংগত করবেন পশ্চিমবঙ্গের বাদ্যশিল্পীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত