ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করলেন পপি

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪০

জাগরণীয়া ডেস্ক

জামালপুর সদর উপজেলা থেকে বহমান ব্রহ্মপুত্র নদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে ব্রহ্মপুত্রের দুই পাড়ে হাজার হাজার শিশু-কিশোরসহ ও নারী-পুরুষের সমাগম ঘটে।

২ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে পিয়ারপুর জামতলী বাজার সংলগ্ন ডিগ্রিরচর গোদারঘাটে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য ও ‘হাসুমণি’র পাঠশালার প্রতিষ্ঠাতা মারুফা আক্তার পপি।

নৌকা বাইচ প্রতিযোগিতায় জামালপুর ও শেরপুর জেলার ১০টি নৌকা বাইচ দল অংশ নেয়। এর মধ্যে জামালপুরের ইসলামপুর উপজেলার শাহাজালালের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক ভুমিমন্ত্রী প্রবীন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম হীরা। এছাড়া জামালপুর জেলা পরিষদ সদস্য ফেরদৌসী বেগম বুলবুলি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত