থাই গুহার উদ্ধারকর্ম নিয়ে বিশাল চিত্রকর্ম

প্রকাশ | ২৪ জুলাই ২০১৮, ১৫:৩৩

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের চিত্রশিল্পীরা গুহা থেকে কিশোর ফুটবলারদের উদ্ধারকারিদের নিয়ে এক বিশাল ছবি এঁকে তাদের প্রতি সম্মান জানিয়েছেন। শিল্পকর্মটির নাম দেয়া হয়েছে 'নায়কেরা'। শিল্পীরা তাদের মতো করে ফুটিয়ে তুলেছেন সেই গুহার উদ্ধারকারি নায়কদের।

চিয়াং রাই শহরে থাম লুয়াং গুহায় আটকে পড়া ১২জন কিশোর ফুটবলার এবং তাদের ২৫ বছর বয়সী কোচকে উদ্ধার করেছিলেন বেশ কয়েকটি দেশের উদ্ধারকারিরা। সেই চিয়াং রাইতে থাইল্যান্ডের বেশ কয়েকজন চিত্রশিল্পীর আঁকা শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

এই ছবিতে গুহা থেকে উদ্ধার হওয়ার পর কিশোর ফুটবলার এবং তাদের কোচ যেমন রয়েছে, তেমনি রয়েছে উদ্ধারকারি প্রত্যেকের ছবি। উদ্ধারকারিদের নায়ক হিসেবে সম্মান দেয়া হয়েছে শিল্পকর্মটিতে। থাই নেভি সিল এর সাবেক কর্মকর্তা সামান গুনান উদ্ধার করতে গিয়ে নিজের জীবন হারিয়েছেন।তার ছবিও জ্বল জ্বল করছে উদ্ধারকারি অন্য নায়কদের মাঝে। সেই সাথে নির্ভীক ঐ যোদ্ধা সামান গুনানের একটি ভাস্কর্যও তৈরি করা হয়েছে।

ব্রিটিশ ডুবুরি রিক স্ট্যানন প্রথম সন্ধান পেয়েছিলেন আটকেপড়া কিশোরদের।তার ছবিও রয়েছে এই শিল্পকর্মে। তিনি সাংবাদিকদের বলেছিলেন, গুহা এলাকাটি ছিল একেবারে ভিন্ন ধরণের। সেখান থেকে সফলভাবে উদ্ধার করা নিয়ে সন্দেহ ছিল। যখন প্রথম খোঁজ পাওয়া গেলো, তখন রিক স্ট্যাননের সাথে ছিলেন ব্রিটিশ আরেক ডুবুরি জন ভলানথেন। উদ্ধারে অংশ নেয়া ব্রিটিশ ডুবুরি ভেন আনসওর্থ এর ছবিও সেখানে আঁকা হয়েছে।তিনি গুহায় ভিতরে উদ্ধার অভিযানের জটিল সময়ে সক্রিয়ভাবে জীবনবাজি রেখে কাজ করেছিলেন। ব্রিটিশ আরেকজন ডুবুরি রবার্ট চালর্স এর ছবিও রয়েছে এই শিল্পকর্মে। তিনি ১৯৬৮ সাল থেকে গুহা থেকে উদ্ধার অভিযানে কাজ করে আসছেন। চিয়াং রাই এর গভর্ণর নারংসাক ওসোতানাকর্ন এর ছবিও সেখানে আঁকা হয়েছে।তিনি বিভিন্ন দেশের উদ্ধারকারিদের নিয়ে এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন।

থাইল্যান্ডের আর্টব্রিজে ছবিগুলো আঁকা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৩শে জুন কিশোর ফুটবলাররা এবং তাদের কোচ থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিল । নয়দিন পর ২রা জুলাই গুহার মুখ থেকে চার কিলোমিটার ভিতরে তাদের খোঁজ মেলে। ৮ জুলাই থেকে শুরু হয় উদ্ধার অভিযান। ধীরে ধীরে উদ্ধার করা হয় কিশোরদের। ১০ জুলাই সবাইকে উদ্ধার করেন কিংবদন্তী ডুবুরীরা।

সূত্র: বিবিসি