বিকেল ৫ টা পর্যন্ত চলবে নববর্ষের অনুষ্ঠান

প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৮, ০২:০৩

অনলাইন ডেস্ক

পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বিকাল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

৩  এপ্রিল (মঙ্গলবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

এ প্রসঙ্গে তিনি বলেন, পয়লা বৈশাখে যেকোন খোলা জায়গায় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। শুধুমাত্র রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এসময় ব্যাগ ও ধাতব পদার্থ বহন করা যাবে না। পরা যাবে না মুখোশও। মুখোশ পরা না গেলেও হাতে প্ল্যাকাড হিসাবে রাখা যাবে। তবে ভুভুজেলা বাজানো যাবে না।

তিনি আরও বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে থাকবে ভ্রাম্যমাণ আদালত। পয়লা বৈশাখে রমনা বটমূল ও আশপাশ এলাকায় ইভটিজিং প্রতিরোধে বিশেষ টিম থাকবে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে থাকবে র‌্যাব সদস্যরা। 

এদিন গোটা ঢাকা শহর ও বৈশাখ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর কোনও ধরনের আশঙ্কা না থাকলেও সার্বিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন মন্ত্রী।