সোনারগাঁও এ মাসব্যাপী লোকজ উৎসব শুরু

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৮, ২১:৫৯

জাগরণীয়া ডেস্ক

‘লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব’ শীর্ষক মাসব্যাপী লোকজ উৎসব শুরু হয়েছে।  ১৪ জানুয়ারি (রবিবার) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও জাদুঘরে) অধীনে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মেলায় ১৮০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন পল্লী অঞ্চল থেকে আগত কারুশিল্পীরা কারুশিল্প এবং অন্যান্য প্রদর্শনীর জন্য মেলায় অংশ নিচ্ছেন। এ উৎসবে থাকছে গ্রামীণ খেলা, লাঠি খেলা, দোক খেলা, ঘুড়ি ওড়ানো, লোকজ জীবন প্রদর্শনী, লোকজ গল্প বলা, পিঠা প্রদর্শনী, লোকজ নাটক, লোক কাহিনীর যাত্রাপালা, বাউলগান, পালাগান, কমলগঞ্জের-মণিপুরী ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতি গান ইত্যাদি। 

এ উৎসব প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত