সংলাপ ও বিলাপ
প্রকাশ | ০২ জানুয়ারি ২০১৮, ২৩:০৪
আমি: কে তুমি?
মূর্তি: আমি ভাস্কর্য
আমি: গতকাল কি ছিলে?
মূর্তি: পাথর
আমি: তারপর?
মূর্তি: নারী
আমি: নগ্ন কেন ?
মূর্তি: নগ্ন ও নির্জন না হলে কোন শিল্পের জন্ম হয়?
আমি: আজ কি হলে?
মূর্তি: ধর্ষিতা!
আমি: ওহ্ পাথর হয়েও পরিত্রাণ নেই!
ওরা তোমার স্তন কেটে দিলো
কোন উগ্র উল্লাসে !
মূর্তি: আদালতের মতো প্রশ্ন করো না!
আমি: ওহ্ কি বিভৎস! আমি প্রতিবাদে জ্বলে উঠব!
মূর্তি: ওসব করো না, তুমি পুড়ছো- এই ভিডিও ভাইরাল হবে মাত্র
আমি: তবে আইন?
মূর্তি: চুপ্ কর! আদালতে আমার একটি অন্ধ বোন আছে
ওর নিরাপত্তা তুমি দেবে?
আমি: হ্যাঁ, ওর চোখ কালো কাপড়ে ঢাকা-
মহাভারতের গান্ধারী যেন!
দাঁড়িপাল্লা হাতে ঝুলিয়ে অসহায় আর কতকাল
আইনও রোজ ভাঙ্গছে লোকে।
মূর্তি: ও কি মাপে জানো?- সময়ের অভিশাপ
আমি: বলো কার পাপ?
মূর্তি: আমার বাক স্বাধীনতা নেই
আমি: আমাদেরও!
তুমি আগামীকাল কি হবে ?
মূর্তি: নগ্ন পুরুষ এবং ভাস্কর্য আবার!
আমি: আবার!
মূর্তি: মানুষ হতে ঘেন্না করে
আমি: আমিও মানুষ হবো না
মূর্তি: তুমি?
আমি: গাছ
মূর্তি: লাভ নেই তোমার দুয়ারে ছাতিম গাছটার মতো নির্মম কোপাবে!
আমি: তবু আবার গজাবো- জানো না মেয়েরা আমরা রক্তবীজের ঝাড়;
কই মাছের জান নাকি!
মূর্তি: বেশ তবে এই ঘটনাকে পাশবিক বলো না-
পশুদের অপমান করো না ধর্মনিরপেক্ষ নিষ্পাপ ওরা- কাপুরুষ নয়
আমি: তবে কী গালি দেবো?
মূর্তি: মানবিকতা!
আমি: তবে একটি পাশবিক ভালবাসার ছবি জুড়ে দিই তোমার অঙ্গে !
মূর্তি: দিও- এভাবেই আবৃত কর আমায়!
আমি: পাথরের চোখে জল আসবে?
মূর্তি: সব চোখই তো পাথর হয়ে গেছে- অত আশা কর তুমি?
আমি: লজ্জায় ঘৃণায় স্ট্যাচু হতে হতে এটুকুই শেষ বলতে পেরেছিলাম- 'জানি না'
জা: জাগরণে
নি: নিশি
না: নাবিকের মতো পার করে দেয় এক্ গাং ক্ষত