কবিতা
তবু তো লাশটা পেলেন
প্রকাশ | ২০ আগস্ট ২০১৭, ২২:১১ | আপডেট: ২০ আগস্ট ২০১৭, ২২:৩০
লাশটা মর্গে আছে, নিয়ে যান
লাশটা স্বর্গে পঁচে, নিয়ে যান।
গিলেছে হায়নার দল, ক্ষেপে যান?
তবুতো লাশটা পেলেন, চেপে যান।
গলাতে কান্না জমে? গিলে খান।
মেরে তো বাঁচালো বরং, মেনে যান।
লাশটার গলায় আঘাত?
ধর্ষণের আলামত পান?
তবুতো লাশটা পেলেন,
একটু শুকুর গুজরান!!
কত লাশ দেই না ফেরত
কত লাশ বেওয়ারিশ হয়
কত লাশ বেঁচেও থাকে
ধর্ষিতারও থাকে মরার ভয়!!
তবু তো লাশটা পেলেন
জানালো বলেই না
ওদেরও দয়ার শরীর
সেটুকু কেন বোঝেন না!!
লাশটা মর্গে আছে, মৃত্যুর সাক্ষী নেই
লাশটা স্বর্গে পঁচে, নরকের গন্ধতেই।
এতো লাশ রাখবো কোথায়
মর্গেতো জায়গা নেই,
লাশটা নিয়ে যান না
আরো লাশের জায়গা দেই।