শরীর দিয়ে মোটরসাইকেল থামিয়ে দিলেন নারী

প্রকাশ | ০৮ মে ২০১৬, ১৭:০৩ | আপডেট: ১০ মে ২০১৬, ১২:২০

অনলাইন ডেস্ক

যানজট দেখলে মোটরসাইকেল আরোহীরা ফুটপাতের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেন, এমন চিত্র শুধু বাংলাদেশে নয় বিশ্বের আরো অনেক দেশেই অহরহ দেখা যায়। তাদের এ ধরণের কর্মকাণ্ডে অনেক সময়ই দুর্ঘটনার কবলে পড়তে হয় পথচারীদের। এ ক্ষেত্রে ট্রাফিক পুলিশ কিংবা প্রশাসন যখন দেখেও না দেখার ভান করে থাকেন, তখন এর ব্যতিক্রমী ও সাহসী প্রতিবাদ জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক নারী।
 
মঙ্গলবার ইন্দোনেশিয়ার বহুল প্রচারিত দৈনিক জাকার্তা পোস্টের প্রথম পাতায় ফুটপাতে মোটরসাইকেল থামিয়ে দেয়া ঐ নারীর প্রতিবাদের ছবিটি ছাপানো হয়। ছবিটির নিচে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আলফিনি নামের এই নারী সোমবার জাকার্তার জালান সুদিরমানে ফুটপাতে একদল মোটরসাইকেল আরোহীকে বিপজ্জনকভাবে দুই হাত প্রসারিত করে আটকে দিয়েছেন। নিয়মভাঙ্গা মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধেই তার এই প্রতিবাদ।’
 
নেটিজেন দুনিয়ায় আলিফিনির এই কাজের ব্যাপক প্রশংসা করেছেন ইন্দোনেশীয়রা। টুইটারে ইনেস নামে একজন লিখেছেন,  ‘বড় হয়ে আমি আলফিনির মতো হতে চাই।’
 
ইন্দোনেশিয়ার বিখ্যাত ব্যান্ডশিল্পী গ্লেন ফ্রেডলি টুইটারে লিখেছেন, ‘তার নাম আলফিনি, যে ঠেকিয়ে দিলো নারী পদচারীদের অধিকার ভঙ্গকারী মোটরসাইকেল আরোহীদের...এই শহরে সেই একমাত্র সুস্থ মানুষ...ভালোবাসি তোমাকে।’