আইজি ব্যাজ পেলেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা
প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২০, ১৬:২৮
‘পুলিশ সপ্তাহ ২০২০’ উপলক্ষে ২০১৯ সালের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৬০৫ জন পুলিশ সদস্যকে ‘IGP’s Exemplary Good Services Badge’ (আইজি’জ ব্যাজ) প্রদান করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখা এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন পেয়েছেন আইজি ব্যাজ পদক ২০২০।
ফাতিহা ইয়াসমিন ঝালকাঠিতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করে সফল হয়েছেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। ঝালকাঠিতে অসংখ্য মাদক কারবারি ও সেবনকারীকে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণের সুযোগ দিয়ে সফল হয়েছেন। কিশোর গ্যাংদের দৌরাত্ম্য বন্ধ করতেও কার্যকর উদ্যোগ নিয়েছেন। এতে অভিভাবকরাও পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে তিনি প্রচার অভিযান চালিয়েছেন বছরজুড়ে। ট্রাফিক আইন মান্যকারীদের হাতে ফুল দিয়েও শুভেচ্ছা জানাতে দেখা গেছে তাকে। শীতে অসহায় ও শীতার্ত মানুষদের রাতে ঘুরে ঘুরে জেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেও প্রশংসা কুড়িয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
০৭ জানুয়ারি বেলা ১১.০০ টায় রাজারবাগ পুলিশ লাইনস্ এ শীল্ড প্যারেড পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ‘IGP’s Exemplary Good Services Badge’ (আইজি’জ ব্যাজ) পরিয়ে দেন আইজিপি।