মালালা ইউসুফজাই দশকের সবচেয়ে জনপ্রিয় তরুণী
প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৫
চলমান দশকের (২০১০-২০১৯) সবচেয়ে জনপ্রিয় তরুণী হিসেবে নোবেলজয়ী পাকিস্তানি মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই’র নাম ঘোষণা করেছে জাতিসংঘ।
গত ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীতে ইতিবাচক ভূমিকা রাখায় তাকে আন্তর্জাতিক স্বীকৃতির শীর্ষে রাখা হয়েছে। সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘ। এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী নারী শিক্ষার অধিকারের পক্ষে এই দশকে মালালা যেসব ভূমিকা নিয়েছেন, এতে তার ধারে কাছেও কেউ নেই।
প্রতিবেদন পর্যবেক্ষণের প্রথম ধাপে ২০১০ সাল থেকে ২০১৩ সালের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- হাইতির বিপর্যয়কর ভূমিকম্প, নারী শিক্ষায় মালালার চেষ্টা ও মালিতে জাতিসংঘের সবচেয়ে বিপজ্জনক মিশন।
এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, তরুণ বয়স থেকেই মালালা ইউসুফজাই নারী শিক্ষার পক্ষে ও তালেবানের নৃশংসতার বিরুদ্ধে কথা বলায় বিখ্যাত হয়ে ওঠেন। মালালার জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের সোয়াত উপত্যকায়।