নিজের বাল্যবিবাহ বন্ধ করে পুরষ্কৃত বিউটি

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ১৫:০৭

অনলাইন ডেস্ক

নিজের বাল্যবিবাহ বন্ধ করে পুরষ্কৃত হয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী বিউটি খাতুন। এই কিশোরীকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সাহসী পুরস্কার হিসেবে দুই হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড, সনদপত্র ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটি দেওয়া হয়েছে।

২২ আগস্ট (বৃহস্পতিবার) সকালে মাসিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় আনুষ্ঠানিকভাবে বিউটি খাতুনকে এ সম্মাননা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিউটির অমতে তার পরিবার গত ২৮ জুলাই তার বিয়ের আয়োজন করেছিল। সেদিন রাত ১১টার দিকে তার বাবার মুঠোফোন থেকে ফোন করে এ বিয়ে বন্ধের অনুরোধ জানায় বিউটি খাতুন। স্থানীয় সাংসদকেও বিষয়টি অবগত করে সে। এর ফলে তার বাল্যবিবাহটি বন্ধ করা সম্ভব হয় এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েটির বিয়ে দেওয়া হবে না—এ মর্মে তার বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। 
ইউএনও আরও বলেন, বাল্যবিবাহকে নিরুৎসাহিত করতে বিউটি খাতুনকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

বিউটি খাতুন জানায়, চার বোন আর এক ভাইয়ের মধ্যে সবার ছোট সে। দিনমজুর বাবার সংসারে অভাব থাকলেও লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হতে চায় সে। তাই এখনই বিয়ে করতে চায় না সে। বাল্যবিবাহ বন্ধের জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানায় বিউটি।