ভাষাসৈনিক লায়লা নূরের প্রয়াণ

প্রকাশ | ৩১ মে ২০১৯, ২৩:১৪ | আপডেট: ৩১ মে ২০১৯, ২৩:১৯

অনলাইন ডেস্ক

৩১ মে (শুক্রবার) সকাল সোয়া ৯টায় কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাষাসৈনিক প্রফেসর লায়লা নূর (৮৫)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগতে থাকা লায়লা নূর গত ২৮ মে রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে নগরীর সিডিপ্যাথ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার বিকেলে ধর্মপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই মহীয়সী নারীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে গাজীবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।

ভাষাসৈনিক লায়লা নূর ১৯৩৪ সালের ৫ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে ভাষা আন্দোলনের পক্ষে মিছিল করে গ্রেফতার হন তিনি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী লায়লা নূর। ১৯৫৭ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রথম নারী শিক্ষক হিসেবে ইংরেজি বিভাগে যোগদান করেন এবং ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রফেসর লায়লা নূরকে ‘বিনয় সম্মাননা পদক-২০১৪’ দেওয়া হয়।