কংগ্রেসে কনিষ্ঠ নারী হিসেবে ইতিহাস গড়লেন আলেক্সজান্দ্রিয়া

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৮, ১৪:০৩

জাগরণীয়া ডেস্ক

সবচেয়ে কম বয়সে মার্কিন সিনেটর হিসেবে জয়ী হয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাটের উদীয়মান নারী রাজনীতিবিদ আলেক্সজান্দ্রিয়া ওকাশিও-কর্টেজ। খবর ইয়াহু নিউজ এর

স্থানীয় সময় ৬ নভেম্বর (মঙ্গলবার) মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্কের কুইন্স ও ব্রোংক্স অঞ্চলে জয়ী হন মাত্র ২৯ বছর বয়সী পোয়ের্তেরিকো বংশোদ্ভুত আলেক্সজান্দ্রিয়া। তার প্রতিদ্বন্দী ছিলেন রিপাবলিকান পার্টির এন্থোনি পাপাস। এ জয়ের মাধ্যমে তিনি রিপাবলিকান প্রার্থী ৩০ বছর বয়সী এলিসে স্টাফানিকের রেকর্ড ভাঙলেন। ২০১১ সালে বুশের সময়কালে কণিষ্ঠ নারী হিসেবে তিনি মার্কিন কংগ্রেসে জয় লাভ করেন।

মার্কিন কংগ্রেসে বর্তমানে মাত্র ২৩% নারী রয়েছেন এবং ১৯.৩ শতাংশ নারী রয়েছেন কংগ্রেসের নিম্নকক্ষে প্রতিনিধি পরিষদ বা হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে। যা অন্যান্য উন্নত দেশের তুলনায় নিতান্তই কম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত