ট্রাম্পের নারীবিদ্বেষ এর বিরুদ্ধে সোচ্চার মালালা
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৮, ০১:১২
নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, নারীদের সঙ্গে কোনও নেতিবাচক আচরণ করার আগে ডোনাল্ড ট্রাম্প যেন তার মা ও মেয়ের কথা চিন্তা করেন। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি।
মালালা বলেন, আমি অবাক হয়ে যাই যে এত বড় অবস্থানে থাকা মানুষগুলো কিভাবে নারীদের বিরুদ্ধে কথা বলেন, তারা নারীদের সমঅধিকার দিতে প্রস্তুত না, তারা নারীদের হয়রানি করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিবেদনে বলা হয়, ২০ বছর বয়সী এই মানবাধিকার কর্মী দাভোসে নারী অধিকার নিয়ে কথা বলেন। তিনি বলেন, ট্রাম্পের মতো ভালো অবস্থানে থাকা মানুষগুলোর এমন আচরণ তাকে বিস্মিত করে। তিনি আশা করেন সবাই এর বিরুদ্ধে কথা বলবেন।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০ জন নারীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তবে প্রেসিডেন্টের মুখপাত্র সারা স্যান্ডার্স এর দাবি, এই অভিযোগগুলো মিথ্যা।