কব্জিতে কলম চেপে পরীক্ষা দিচ্ছেন মিনারা

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৭, ১৭:৪৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ১৭:৪৯

অনলাইন ডেস্ক

জন্মের কিছুদিন পর মা মৃত্যুবরণ করেন। এরপর বাবা বিয়ে করেন খালাকে। অভাবের সংসারে শুধু নেই আর নেই। শারীরিক প্রতিবন্ধী মিনারা খাতুন এতো সমস্যার মধ্যেওে থেমে যাননি। কব্জির উপর কলম চেপে জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

মিনারা খাতুন কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাঁচকোল দক্ষিণ বাঁধ এলাকার দিনমজুর রফিকুল ইসলাম ও মৃত মর্জিনা বেগমের মেয়ে।। দুই বোনের মধ্যে মিনারা ছোট।

জানা গেছে, জন্ম থেকেই তার ২ হাতের কব্জি বাঁকা, নেই আঙ্গুল তবুও থেমে যায়নি মিনারা। তার কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা। মিনারার দুই হাতের কব্জির সাহায্যে লিখেই একে একে ৫ম শ্রেণির সমাপনী (পিএসসি) পাস করে এবার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তিনি উপজেলার কাঁচকোল খামার সখিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী।

কাঁচকোল খামার সখিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আইয়ুব আলী আকন্দ জানান, মিনারা ছাত্রী হিসেবে ভালো। মাদ্রাসায় লেখা-পড়ার সকল প্রকার দায়িত্ব আমরা নিয়েছি।

মিনারা খাতুন জানান, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন বড় হতে পারি এবং মানুষের সেবা করতে পারি।