'কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা'
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৯
অমর একুশে বইমেলা ২০১৯-এ প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা বই 'কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা'। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের শুরুর পনের বছরের গল্প নিয়ে বইটি লিখেছেন ফয়েজ রেজা। বাংলা একাডেমী প্রাঙ্গনে মুক্তধারা প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য- ২৫০ টাকা।
বইটি সম্পর্কে লেখক ফয়েজ রেজা বলেন, শেখ হাসিনার রাজনৈতিক জীবনের প্রথম পনের বছরের গল্প আছে বইটিতে। বইটি পড়ার সময় মনে হতে পারে আপনি শেখ হাসিনাকে পড়ছেন, আবার মনে হতে পারে বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়ছেন। একবার দু-বার হয়তো ঢু মারবেন বিশ্বরাজনীতির মঞ্চসভায়।
বেশ কিছু দৈনিক পত্রিকা, স্মরণিকা, দলের গঠনতন্ত্র, প্রচারপত্র থেকে তথ্য সহযোগিতা নিয়ে বইটি লেখা হয়েছে। বইটির গবেষণায় সহযোগিতা করেছেন- তামান্না তাসমিয়া তুয়া ও সাজিদ রায়হান।