'চন্দ্রভান'

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৯

অনলাইন ডেস্ক

অমর একুশে বইমেলা ২০১৯-এ প্রকাশিত হয়েছে সাদিয়া নাসরিন এর কাব্যগ্রন্থ 'চন্দ্রভান'। ‘জলবতী’ ‘চন্দ্রভান’ ‘অনুরণন’ তিনটি সিরিজে লেখা ৫৪টি কবিতা আছে এই বইয়ে। বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন সোহেল আনাম।

বইটি সম্পর্কে লেখক সাদিয়া নাসরিন বলেন, "কবিতা হলেও শেষ অবধি চন্দ্রভান কবিতার আদলে গল্পই। অমিমাংসিত প্রেমের গল্প, অপ্রেমের গল্পও বলা যায়। দেখা-না দেখা, ধরা-না ধরা , রাখা- না রাখার রহস্যপাঠের গল্প। আমি আমার আনন্দের জন্যই লিখেছি। তা বলে বই আকারে ছাপিয়ে ফেলতে হবে তার কোনও প্রয়োজন ছিল না। কিন্তু ওই যে, আত্মার আনন্দ! সেই আনন্দটুকুই আমার লাভ। তার কাছে আর সব গৌণ"।

উল্লেখ্য, সাদিয়া নাসরিন মূলতঃ সমাজের লিঙ্গ বৈষম্য ও অন্যান্য বৈষম্যের বিরুদ্ধে লেখালেখি করেন। অমর একুশে বইমেলা ২০১৭-তে প্রকাশিত হয় লেখকের প্রথম কলাম সংকলন 'দাস জীবনের মালিক নারী?'। অমর একুশে বইমেলা ২০১৮-তে প্রকাশিত হয় সাদিয়া নাসরিনের নারীবাদ বিষয়ক প্রবন্ধ সংকলন নারীবাদ: নির্মাণে নির্বাণে এবং কবিতার বই 'বাহাস'। বই দু'টি প্রকাশ করেছে যথাক্রমে শ্রাবণ প্রকাশনী ও যুক্ত প্রকাশনী।