'নীরবতা আমার নতুন লজ্জা'

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:৫৩

অনলাইন ডেস্ক

অমর একুশে বইমেলা ২০১৯-এ প্রকাশিত হতে যাচ্ছে বিশিষ্ট নারীবাদী লেখক ও অনুবাদক জেসমিন চৌধুরীর স্মৃতিগদ্য/কলাম সংকলন 'নীরবতা আমার নতুন লজ্জা'। বইটি প্রকাশ করছে নালন্দা প্রকাশনী (প্যাভিলইয়ন নং ১০)। বইটির প্রচ্ছদ করেছেন সোহেল আনাম। 

বইটি সম্পর্কে লেখক জেসমিন চৌধুরী বলেন, "অনেকটা আমার প্রথম বই 'নিষিদ্ধ দিনলিপির' আদলে সাজানো হয়েছে এই বইটি। ৬৪টি কলাম আছে যার সবগুলো কেউই পড়েছেন বলে আমার মনে হয় না। নারীবাদের অর্থ এবং প্রয়োজন নিয়ে আমাকে যেসব জটিল প্রশ্ন করা হয়, তার অনেকগুলোর উত্তর আমার নিজের মত করে এই বইয়ের কলামগুলোতে দেয়ার চেষ্টা করেছি"। 

উল্লেখ্য, ইতোপূর্বে অমর একুশে বইমেলা ২০১৭ তে শব্দশৈলী প্রকাশনা থেকে জেসমিন চৌধুরীর প্রথম বই নিষিদ্ধ দিনলিপি প্রকাশিত হয়। অমর একুশে বইমেলা ২০১৮তে প্রকাশিত হয় জেসমিন চৌধুরীর প্রথম উপন্যাস 'একজন মায়া অজস্র মধুচন্দ্রিমা'। দু'টি বইই অসংখ্য পাঠক ও সমালোচকের কাছে প্রশংসিত হয়।