৮ ডিসেম্বর শুরু হচ্ছে ‘মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা’
প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৩২
বিজয়ের মাসেই শুরু হচ্ছে ৪ মাসব্যাপী ‘মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা’। শ্রাবণ প্রকাশনী ও বইনিউজ আয়োজিত ৪ মাসব্যাপী ‘মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা’ হবে দেশের ৬৪ জেলায়।
৮ ডিসেম্বর (শনিবার) বিকাল ৩টায় ‘মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা’ শুরু হবে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ থেকে। ঐ সময় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম। বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধের দলিলপত্রের অন্যতম সম্পাদক লেখক গবেষক আফসান চৌধুরী, সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান, মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি বোর্ডের সদস্য জিয়াউদ্দিন তারিক আলী, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, নিউএজ-এর সম্পাদক নুরুল কবির, শহীদ আলতাফ মাহমুদ কন্যা শাওন মাহমুদ, তরুণ কান্তি দাস (কান্তি), প্রকাশনা সংস্থা ইউপিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাদেক আলী। অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মিতা হক পরিচালিত ‘সুরতীর্থ’-এর শিল্পীরা।
এরপরই পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলার ‘শ্রাবণ বইগাড়ি’ মুক্তিযুদ্ধের উপর এ যাবত প্রকাশিত অধিকাংশ বই নিয়ে নিয়ে যাবে দেশের সবগুলি জেলায়। এসব জেলায় আগেই ক্যাম্পেইন করা হবে। কোন তারিখে কোন জেলা ও জেলার কোন কোন স্পটে ‘শ্রাবণ বইগাড়ি’ থাকবে তা আগে থেকেই জানিয়ে দেয়া হবে।
৪ মাসব্যাপী মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলার অফিসিয়াল মিডিয়া পার্টনার একাত্তর টিভি, দৈনিক সমকাল, দৈনিক নিউ এজ, চ্যানেল আই অনলাইন ও নারী বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল জাগরণীয়া.কম। বইমেলায় সার্বিক সহযোগিতা করছে মন্ত্রীপরিষদ বিভাগ বাংলাদেশ সরকার ও মুক্তিযুদ্ধ জাদুঘর।