খালেদা জিয়ার গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ১৯:৪৪
বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও নানা ঘটনা প্রবাহ নিয়ে প্রকাশিত হয়েছে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’।
১৮ নভেম্বর (রবিবার) বিকালে ঢাকার গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ গ্রন্থের প্রকাশনা উৎসব হয়। বইটি লিখেছেন মাহফুজ উল্লাহ। বইটি প্রকাশ করেছে দি ইউনিভার্সেল একাডেমি।
একাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র মুক্তির কয়েক দিনের মধ্যেই কারাবন্দি খালেদা জিয়াকে নিয়ে বইটি প্রকাশিত হল।
গ্রন্থের লেখক মাহফুজ উল্লাহ বলেন, জনমানুষের রাজনীতিবিদ বলেই খালেদা জিয়ার এই বইয়ের নামকরণ করা হয়েছে হার লাইফ, হার স্টোরি। একেবারে গৃহিনী থেকে রাজনীতিতে আসা খালেদা জিয়া জীবনের নানা দিক উঠে এসেছে এই বইয়ে। বইটি হচ্ছে মোহিনী নেতৃত্ব এবং গণতন্ত্রের জন্য সংগ্রামের এক আলেখ্য।
গ্রন্থটির ওপর আলোচনা করেন সাবেক রাষ্ট্রদূত এম আনোয়ার হাশিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক আসিফ নজরুল, নিউ এইজ সম্পাদক নুরুল কবীর প্রমুখ।
৭১৮ পৃষ্ঠার এই গ্রন্থের দাম রাখা হয়েছে ২০০০ টাকা।