‘৩০৫৩ দিন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ | ৩০ জুলাই ২০১৮, ১৮:৫০

অনলাইন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাবন্দি জীবনের স্মৃতি নিয়ে দুর্লভ আলোকচিত্র সম্বলিত ‘৩০৫৩ দিন’ পুস্তিকাটির মোড়ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩০ জুলাই (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই পুস্তিকাটির মোড়ক উন্মোচন করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম সাংবাদিকদের জানান, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্লভ আলোকচিত্র ও বঙ্গবন্ধুর কারাবন্দি জীবনের অসংখ্য তথ্যসহ প্রকাশিত ‘৩০৫৩ দিন’ পুস্তিকাটির মোড়ক উন্মোচন করেন। বইটি সুরক্ষা সেবা বিভাগের পৃষ্ঠপোষকতায় ও কারা অধিদফতরের ব্যবস্থাপনায় প্রকাশ করা হয়েছে।