সুচিত্রা সেন: রোমান্টিকতার অন্য নাম
প্রকাশ | ২৫ মে ২০১৬, ১৭:৪৫
সুচিত্রা সেন, ভারতীয় বিশেষ করে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী। উত্তম-সুচিত্রা জুটি আজও বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ জুটি হিসেবে পরিগণিত। আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রথম অভিনেত্রীও তিনি।
জন্ম: ৬ এপ্রিল ১৯২৯ মতান্তরে ১৯৩১।
১৯৫২ সালে শেষ কোথায় চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে অনুপ্রবেশ। যদিও চলচ্চিত্রটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি।
১৯৫৫ সালে প্রথম হিন্দী ছবি দেবদাস মুক্তি পায়। এ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান।
১৯৬৩ সালে সাত পাঁকে বাধা চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক পুরস্কার পান।
১৯৭৮ সালে সুদীর্ঘ ২৫ বছর অভিনয়ের পর তিনি চলচ্চিত্র থেকে অবসরগ্রহণ করেন।
২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য সুচিত্রা সেন মনোনীত হন, কিন্তু ভারতের প্রেসিডেন্টের কাছ থেকে সশরীরে পুরস্কার নিতে দিল্লী যাওয়ায় আপত্তি জানানোর কারনে তাঁকে পুরস্কার দেয়া হয় নি।
মৃত্যু: ২০১৪ সালের ১৭ জানুয়ারি ভারতীয় সময় সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে সুচিত্রা সেনের মৃত্যু হয়।
সুচিত্রা সেনের অভিনীত কয়েকটি বিখ্যাত চলচ্চিত্রের তালিকা-
সাড়ে চুয়াত্তর (১৯৫৩)
ওরা থাকে ওধারে (১৯৫৪)
অগ্নিপরীক্ষা (১৯৫৪)
শাপমোচন (১৯৫৫)
সবার উপরে (১৯৫৫)
সাগরিকা (১৯৫৬)
পথে হল দেরি (১৯৫৭)
হারানো সুর (১৯৫৭)
দীপ জ্বেলে যাই (১৯৫৯)
সপ্তপদী (১৯৬১)
বিপাশা (১৯৬২)
চাওয়া-পাওয়া
সাত-পাকে বাঁধা (১৯৬৩)
হসপিটাল
শিল্পী (১৯৬৫)
ইন্দ্রাণী (১৯৫৮)
রাজলক্ষী ও শ্রীকান্ত (১৯৫৮)
সূর্য তোরণ (১৯৫৮)
উত্তর ফাল্গুনি (১৯৬৩) (হিন্দিতে পুনঃনির্মিত হয়েছে মমতা নামে)
গৃহদাহ (১৯৬৭)
ফরিয়াদ
দেবী চৌধুরানী (১৯৭৪)
দত্তা (১৯৭৬)
প্রণয় পাশা
প্রিয় বান্ধবী